• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯

অপরাধ

কোস্ট গার্ডের অভিযানে ১০০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ২৩১ ক্যান বিয়ার জব্দ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩১ আগস্ট ২০২৩

সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপে কোস্ট গার্ডের অভিযানে ১০০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ২৩১ ক্যান বিয়ার জব্দ। বৃহস্পতিবার   দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মাদকের একটি চালান মায়ানমার হতে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ৩১ আগস্ট ২০২৩ আনুমানিক রাত ৩টায়  বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক টেকনাফ থানাধীন সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ছেঁড়াদ্বীপে কেয়াবনের মধ্যে পাঁচারের উদ্দেশ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ০৫ টি বাদামী রংয়ের পরিত্যাক্ত বস্তা দেখতে পাওয়া যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যগণ বস্তাগুলো তল্লাশী করে ১০০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ২৩১ ক্যান বিয়ার ও ০১ টি বিদেশী মদ জব্দ করে। উক্ত স্থানে কোন পাচারকারী না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 তিনি আরও বলেন, জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস), বিয়ার ও বিদেশী মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads